শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।মৃত হাফিজুর একই গ্রামের কালু মিয়ার পুত্র।
প্রত্যক্ষ দর্শীরা জানান, কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যেয়ে এক মহিলা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেতে পান।
স্থানীয়রা বলেন, মৃত হাফিজুর এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। মরদেহ দেখে মনে হচ্ছে এক বা দুই দিন আগে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, হাফিজুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।