নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শিমুলতলা গ্রামের শাজাহান মিয়া (৪০) কে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে নিষেধ করায় মাদক ব্যবসায়ী শাজাহান তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এ সময় শিমুলতলা গ্রামবাসী ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী (২৬) কে আটক করে পুলিশের হাতে তোলে দেয়। আটককৃত ইয়াবা সম্রাট শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাজাহানের আপন মেয়ের জামাই ইউনুছ আলী (২৭)।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান ও ইউনুসকে মামলা দিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।