কুষ্টিয়ায় লালনমেলায় গাঁজা সেবনের অনুমতি চাওয়া নিয়ে জেলা প্রশাসকের সামনে একজন আইনজীবীর মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবী মুস্তাফিজুর রহমান দাবি করেন যে লালনমেলায় সাধু-সন্ন্যাসীদের জন্য গাঁজা সেবনের বিষয়টি "সিস্টেমে ঠিক করতে হবে"। তিনি আরও উল্লেখ করেন যে লালনমেলা একটি দীর্ঘদিনের ঐতিহ্য।
জেলা প্রশাসক আইনজীবীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট করে বলেন যে মাদকের সঙ্গে লালন সাহেবের জীবন আদর্শের কোনো সম্পর্ক নেই। তিনি আইনজীবীকে সতর্ক করে দেন যে এ ধরনের মন্তব্য করা একটি গুরুতর ধৃষ্টতা এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। জেলা প্রশাসক আইনজীবী মুস্তাফিজুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহার করতে এবং এই বিষয়ে আর কোনো সাফাই না গাওয়ার নির্দেশ দেন। সূত্র: চ্যানেল২৪