মো:আদনান হোসেন ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দিনগত রাতে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে তাদের আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আজিজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের মোঃ আসন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার।
পুলিশ সুত্র জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম ২০২০ সালেে আমিনুল ইসলাম এর সাথে ব্যবসা শুরু করেন। এভাবে সাইফুল আমিনিল এর কাছে ১৬লাখ পাওয়ানা হয়। সেই টাকা দেয় দিচ্ছি বলে দিনের পর দিন ও মাসের পর মাস গুরিয়ে আর দেয় না। পরে শফিকুল গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কয়েক বার বিচার করে ও কোন কিছু না হওয়াতে। এরপর নীরউপায় হয়ে কোর্টে গিয়ে একটি সিআর মামলা দায়ের করেন। সেই মামলায় কোর্ট থেকে স্বামী-স্ত্রী নামে ওয়ারেন্ট হলে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে আমিনুল এর সাথে ব্যবসা শুরু করি। সে আমার কাছ থেকে এক বছরে ১৬লাখ টাকার মাল নিয়ে টাকা পরিশোধ করেন না। টাকা চাইতে গেলে আমাকে উল্টো বিভিন্ন ধরণের কথা বলে। পরে আমি স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিশ করেও টাকা দেয় না। পরে আমি আদালতে মামলা দায়ের করেছি।
এই বিষয়ে এসআই আব্দুল আজিজ বলেন, প্রতারণার মামলায় স্বামী- স্ত্রী নামে ওয়ারেন্ট হয়। সেই মামলায় বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।