ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে ৩ ছেলে ও ৩ মেয়ে। রোববার সকাল ৯ টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে ওই নারী সন্তানদের জন্ম দেন। ওজন কম হওয়ায় নবজাতকদের এনআইসিইউ’তে রাখা হয়েছে।
ওই নারীর নাম মকসুদা আক্তার প্রিয়া। সে নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। এর আগে এদিন ভোর ৫টার দিকে ওই ওয়ার্ডে ভর্তি হন তিনি।
তাকে ঢামেকে নিয়ে আসা তার আত্মীয় জানান, সকালে সিদ্ধিরগঞ্জের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরে সকাল ৯ টার দিকে একে একে ছয়টি সন্তান প্রসব করে। তাদের মধ্যে ৩টি ছেলে ও ৩টি মেয়ে সন্তান।
তিনি আরো জানান, নবজাতকদের মধ্যে ৩টিকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছে এবং বাকি ৩টিকে নীলক্ষেতের হুম কেয়ারে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১ অ্যাসোসিয়েট প্রফেসর ডা.আবিদা সুলতানা বলেন, 'ভোরে প্রিয়া নামের এক নারী ভর্তি হন। সকাল নয়টার দিকে তিনি ছয় সন্তানের জন্ম দেন।'