কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার (৭সেপ্টেম্বর) সকালে একটি ট্রাকের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। আহতদের নাম জানা না গেলে ও তারা দুজন অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক বলে জানা যায়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীসাধারণ কয়েক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় আহতদের একজন উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি দিদারুল আলম বলে জানা যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন। তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য বাঁশখালীর একমাত্র সড়কটি সরু ও অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে প্রায় সময় দুঘর্টনা সংঘটিত হয়ে থাকে ।