শিরোনাম
◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ◈ ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের ◈ চালকের ঘুমে কেড়ে নিল প্রবাসী বাহারের পরিবারের ৭ প্রাণ, এলাকায় শোকের মাতম  ◈ ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ লিখেছিলেন প্রবাসী বাহার, ফিরে পেলেন স্বজনদের লাশ ◈ মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান ◈ মটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাতপরিচয় নারীর ◈ তুরাগ-উত্তরায় নীরব নৈরাজ্য: দখলবাজি, চাঁদাবাজি ও হরিলুট ◈ অমাবস্যা ও পূর্ণিমার জোয়ের প্রভাবে লোহালিয়ার বেরিবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ◈ কক্সবাজার সমুদ্রজল থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার ◈ বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণ ও ধর্ষণের মামলায় পলাতক আসামি শাহীন গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরের দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত ১২টা ১০ মিনিটে রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ভিকটিম একজন বিবাহিত নারী, যিনি স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে আসামী শাহীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের বটতলা মোড় থেকে ভিকটিমকে কৌশলে অপহরণ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি অজ্ঞাত ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে শাহীন ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের মা লাভলী বেগম বাদী হয়ে দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৩, তারিখ: ১৬/০৩/২৫)।

মামলার পর থেকে শাহীন পলাতক ছিল। র‍্যাব জানায়, মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়