শিরোনাম
◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল ◈ নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত, কুমিল্লায় চাঞ্চল্য

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৩

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ২৩ জুয়ারি গ্রেফতার হয়েছে।

শনিবার ২ আগস্ট, পার্বতীপুর জিআরপি থানা, রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে জুয়া সরঞ্জাম সহ নগদ ৯৮০০টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করে।

জানা যায়, দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ২৭৯৪/১২) দীর্ঘদিন থেকে এই কার্যালয়ে জুয়ার আসর চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও জুয়া বন্ধ করা যায়নি। জুয়া বন্ধ না হওয়ার অন্যতম কারণ মুল হোতাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করা। সাধারণ শ্রমিকদের অভিযোগ- মুল হোতারা প্রতিদিন জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা পায়।

ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদ্দাম হোসেন সকল আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন ১।জসিম, ২।মাহামুদুল হক,৩।ওবায়দুল ইসলাম,৪।মীর মাসুদ আলম৫।নুর নবী,৬।রহিমুল ইসলাম সুমন,৭।ওমর আলী৮। এনায়েত শেখ,৯।মনোয়ার হোসেন,১০। আইয়ুব হোসেন,১১। বুলু,
১২।জাহাঙ্গীর আলম,১৩। খাদেমুল ইসলাম,১৪। নূর মোহাম্মদ,১৫। জামাল হোসেন,১৬। আরিফুল ইসলাম,১৭। মাজেদুল ইসলাম,১৮। সাইফুল ইসলাম,১৯। রফিকুল ইসলাম,২০। রশিদ,২১। নিবারণ চন্দ্র,২২। রুবেল,২৩। খাইরুল ইসলাম ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়