তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে থেকে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং শহরের টিএ রোড সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় জেলা যুবদলের সভাপতি মো: শামীম মোল্লার সভাপতিত্বে এক পথসভা করেন তারা।
সভায় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। আওয়ামী লীগের দোসররা দেশে যেভাবে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তা বন্ধ করতে হলে দেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই অনতিবিলম্বে নির্বাচন দিয়ে স্ব-সম্মানে ক্ষমতা ছাড়তে অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি প্রদান করেন তারা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা।