শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জুলাই আন্দোলনে হামলার ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেতার

হৃদয় হাসান,কুমিল্লা: কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলয় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ।  আবু হানিফ  দলটির কুমিল্লা মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি নগরীর কোটবাড়ি এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দলের লোকজন নিয়ে আবু হানিফ কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সব আন্দোলন সংগ্রামে হামলায় জড়িত ছিলেন।  মামলার আসামি হয়েও এলাকায় ঘুরে বেড়াতেন। গোপন সুত্রে খবর পেয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বের পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ৩টি এবং কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে। তার ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে  আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তার জামিন না  মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়