শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তারকৃত চার যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান।
রিমান্ড প্রাপ্তরা হলেন মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ওই গ্রামের এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে চারজন ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা অপর মামলায় অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।