শিরোনাম
◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মোসাম্মৎ হাবিবা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে, চরএলাহী ইউনিয়নের ফকির বাড়িতে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে ফেনীর মহিপাল এলাকায় শিশুটির মৃত্যু হয়।

হাবিবার বাবা মো. হানিফ জানান, দুপুরে মাদ্রাসা শেষে বাড়ি ফিরে হাবিবা বসতঘরে চালের ড্রামের পাশে খেলছিল। একপর্যায়ে তার হাত থেকে একটি কলম পড়ে গেলে সেটা তুলতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে হাবিবার হাতে বাঁধন দিয়ে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অ্যান্টি-ভেনম না থাকায় দ্রুত ঢাকায় রওনা দেওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।

হাবিবা চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “দুপুরে হাবিবা ক্লাস শেষে বাড়ি ফেরে। এমন হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি থানায় জানানো হয়নি। আমরা খোঁজ নিচ্ছি।”

স্থানীয়রা জানান, এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। চিকিৎসার ব্যবস্থা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়