সাগর আকন, বরগুনা : বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১১৮ জনে। ইতোমধ্যে জেলায় ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।
বুধবার (২ জুলাই) বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া আমতলীতে ৩ জন, বেতাগীতে ২ জন, পাথরঘাটায় ৬ জন, তালতলীতে ৫ জন এবং বামনায় ৬ জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন রোগী। এর মধ্যে—
বরগুনা জেনারেল হাসপাতালে: ১৮৬ জন
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ৩ জন
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ৪ জন
বামনায়: ১৭ জন
পাথরঘাটায়: ১৩ জন
তালতলীতে: ১৩ জন
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পানি অপসারণ ও মশার বিস্তার রোধে সবার সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য বিভাগ।