শিরোনাম
◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’ ◈ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি ◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনে শাসকের পতন হলেও কাঠামো রয়ে গেছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বহাল রয়েছে। দেশে এখনও মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাসের অব্যাহত উপস্থিতি রয়েছে। তাই লড়াই শেষ হয়নি, বরং এই সংগ্রাম চলছে এবং চলবে—একটি নতুন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।"

বুধবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজারহাটেও একটি পথসভায় বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, "কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানেই তিস্তা চুক্তির জন্য আন্দোলন, তারামন বিবির অস্ত্রধারণ, আর জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়ে তোলার জন্য এনসিপির পতাকাতলে সবাইকে আহ্বান জানাই।"

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিন কুড়িগ্রামের ৯টি উপজেলা থেকে আগত হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচি শেষে জেলার ফুলবাড়ী উপজেলায় আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন।

সংক্ষিপ্ত বিশ্লেষণ:
নাহিদ ইসলামের বক্তব্যে একদিকে যেমন রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের দাবি স্পষ্ট, তেমনি কুড়িগ্রামকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক ও প্রতীকী লড়াইয়ের বর্ণনাও উঠে এসেছে। এনসিপির এই ধারাবাহিক কর্মসূচি নতুন রাজনৈতিক গতিপথের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়