শিরোনাম
◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’ ◈ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি ◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমে প্রতারণার অভিযোগে স্কুল শিক্ষিকার আত্মহত্যা, প্রতারকের বিচারের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসেন জনী, মধুপুর (টাঙ্গাইল): প্রেমে প্রতারণার অভিযোগ এনে চিরকুট লিখে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার একজন স্কুল শিক্ষিকা। নিহত শিক্ষিকার নাম লাকী আক্তার (৩৫)। তিনি কুড়ালিয়া ইউনিয়নের কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাকী আক্তারের সঙ্গে একই উপজেলার গোবিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইবনে মাসুদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন লাকী। গত সপ্তাহে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে তাকে মধুপুর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাকীর পরিবার জানায়, মৃত্যুর একদিন পর তার ঘরে রাখা একটি ডায়েরি থেকে চিরকুট উদ্ধার করা হয়। সেখানে ইবনে মাসুদকে আত্মহত্যার জন্য দায়ী করেন লাকী। চিরকুটে তিনি তার প্রেমে প্রতারণার বিস্তারিত তুলে ধরেছেন।

এই ঘটনার পর মঙ্গলবার (১ জুলাই) সকালে লাকীর কর্মস্থল কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা এই আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেন—স্কুলের প্রধান শিক্ষক হাছিনা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, লাকীর বড় বোন লাভলী আক্তার, হলুদিয়া গ্রামের আলেয়া বেগম, স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন এবং লাকীর বড় ভাই ঢাকা কলেজের ছাত্র কবির হোসেনসহ অনেকে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়