শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করে ন কুমিল্লা গরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০২:৩৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কের সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার লিচু বিক্রেতা আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও তাঁদের মেয়ে পূর্ণতা (৮)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মফিজুল ইসলাম। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এখন লিচুর মৌসুম চলছে। অনেকেই বাগান থেকে লিচু এনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্রি করেন। ভোরে আনিসুর রহমান তাঁর বাগানের লিচু বিক্রির জন্য সড়কের পাশে ছিলেন। একই সময় কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈশ্বরদীতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে মুন্নার মোড়ে মোটরসাইকেল থামিয়ে তিনি লিচুর দামাদামি করছিলেন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়।

ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান, সুবর্ণা খাতুন ও ছোট্ট পূর্ণতা। খবর পেয়ে স্থানীয় লোকজন
মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ওসি মোশফিকুর রহমান বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ রাখা হচ্ছে। কাভার্ড ভ্যানটি শনাক্তে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়