শিরোনাম
◈ নিষেধাজ্ঞার পর গোপনে সক্রিয়তা: পাল্টে যাবে কি আওয়ামী লীগের কৌশল? ◈ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে টেকসই সংস্কারে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস ◈ মুস্তা‌ফিজ‌কে আই‌পিএ‌লে তিন ম্যাচের জন্যই এনওসি দি‌লো বি‌সি‌বি ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো টানা তৃতীয়বার সর্বোচ্চ, এবা‌রের আয় সা‌ড়ে ৩ হাজার কো‌টি টাকা ◈ নারীর ডাকে মৈত্রী যাত্রা: বৈষম্য-সহিংসতা প্রত্যাখ্যান করে ন্যায়ভিত্তিক সমাজের শপথ ◈ আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস ◈ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ার বাজার ◈ আমরা সঠিক পথে এগোচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে: মুহাম্মদ ইউনূস ◈ সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেয়ারে পা তুলে ক্রমাগত শিশুশিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন মাদ্রাসা শিক্ষক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশুশিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন মাদ্রাসার এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন আর তাতেও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন। পিটুনির এই দৃশ্য কেউ একজন ভিডিওতে ধারণ করে ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। আর তাতেই দেখা গেল এমন অমানবিক শিশু নির্যাতনের চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার আলীপুর হাফিজিয়া মাদ্রাসার। শিশুটি সেখানে হেফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন। এর আগে গত মঙ্গলবার জেলার আল মুঈন ইসলামী একাডেমি নামের একটি মাদ্রাসা থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ এনে তার পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ছড়িয়ে পড়া শিশু নির্যাতনের ভিডিওটি ছিল ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা যায় শিক্ষককে। এ সময় ২১ বার বেত দিয়ে আঘাত করেছেন তিনি ওই শিশুশিক্ষার্থীর শরীরে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় আসছেন না। তার মুঠোফোনও বন্ধ। বিষয়টি সম্পর্কে জানতে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। 

তবে বিষয়টি মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের কাছ জানা গেছে, ঘটনাটি গত সোমবারের। লেখাপড়ায় অমনোযোগীর অভিযোগে শিক্ষক ওই শিশুটিকে অমানবিকভাবে পিটিয়েছেন।
মারধরের এই ভিডিও নজরে এসেছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ। তিনি বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা মিলেছে। গোয়েন্দা পুলিশও (ডিবি) বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়