শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতরা পুলিশ সদস্যরা হলেন, এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশিকালে সিএনজিচালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে জিয়াবুল ও আব্দুল আলিমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরকে মারধর শুরু করেন ওই দুই যুবক। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী লাঠি নিয়ে হামলা করেন। হামলার অভিযুক্তরা পালিয়ে যায়।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিনসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এসময় পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়