শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় প্রায় ১৫একর জায়গায় জোর পূর্বক তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটার যন্ত্র ৬টি (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার(১০এপ্রিল)বিকেলেঅভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি এক্সকাভেটর (ভেকু)জব্দ করাহয়।ওই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটি কাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার কৃষকের ১৫একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেল বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল হতে ৬টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে প্রশাসনের লোকের টের পেয়ে অভিযুক্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত অপরাধীদের কার নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ভেকু জব্দ করা হয়েছে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্ত দের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়