শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী থানা পুলিশের অ‌ভিযা‌নে ছিনতাইকারী ও চেক প্রতারনা মামলার ৩ জন আসামী গ্রেফতার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনি‌ধি : চট্টগ্রারে বাঁশখালী থানা পুলিশের অ‌ভিযা‌নে প্রধান সড়‌কে সিএন‌জি গাড়ী থা‌মি‌কে ছিনতাই করার অভি‌যো‌গে ২জন এবং চেক প্রতারনা মামলায় চট্টগ্রাম থে‌কে ১জন সহ ৩ জন‌কে আসামী গ্রেফতার ক‌রে‌ছে । বিগত ২৪ ঘন্টায় পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার ও দেশীয় অস্ত্র এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার ক‌রে ব‌লে র‌বিবার রা‌তে জানান বাঁশখালী থানার সে‌কেন্ড অ‌ফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

জানা যায়, র‌বিবার ভোর রা‌তে বাঁশখালীর প্রধান সড়‌কের কালিপুর ইউনিয়‌নের কালিপুর মোহাম্মদ দিঘীরপাড় নামকস্থানে অদর বাপের ব্রীজের উত্তর পার্শ্বে  সিএনজি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই ক‌রে ছিনতাইকারী দল।  এসময় স্থানীয় জনগন এ‌গি‌য়ে আ‌সে এবং বাঁশখালী থানা পুলিশের এসআই সাখওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কা‌লীপুর এয়ার মোহাম্মদ পাড়ার মৃত আব্দুস সালামের পুত্র মো: আজগর (৪৫), এবং বোয়ালখালী উপ‌জেলার পোপাদিয়া ইউনিয়‌নের অলি মেম্বারের বাড়ি এলাকার বখতিয়ার হোসেনের পুত্র কায়ছার মো: পাভেল (৩০) কে গ্রেফতার ক‌রে । এ সময় তা‌দের কাছ থে‌কে ১টি সুইচ গিয়ার, ১টি ছোরা, ১টি হাতুড়ি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করেন।
অপর‌দি‌কে এএসআই মো: জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা হইতে সিআর ১৯৮০/১৯ ও ১৪০৮/১৯ এর চেকের মামলার সাজাপ্রাপ্ত আসামী মধ্যম পুঁইছড়ির মাওলার পাড়া এলাকার শামসুল হুদার পুত্র মোহাম্মদ মিছবাহ উদ্দিন কে গ্রেফতার করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ব‌লেন, পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে দুই ছিনতাইকা‌রি এবং একজন চেক প্রতারনা মামলার আসা‌মি‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে, এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়