শিরোনাম
◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত ◈ এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল ◈ ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি ◈ প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীর পরকীয়া দেখে স্বামীর আত্মহত্যা! ◈ ফরিদপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-ফেস্টুন ◈ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আজিজুল ইসলামঃ  যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে ইমরান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার এ আদালত পরিচালনা করেন। মোবাইল চুরি এবং মাদক বহন ও সেবনের অপরাধে ভ্রাম্যমান
আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে ইমরান (২৮) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও সে বিভিন্ন সময় সে চুরি কাজের সাথেও জড়িত থাকে। থানায় এর আগে সে দুটো মাদক মামলার আসামী। মঙ্গলবার সকালে পুকুরিয়া গ্রামের গ্রামপুলিশ লিচমিন বেগমের ঘর থেকে মোবাইল চুরি করে চম্পট দেয়। এসময় গ্রামবাসী ইমরানকে হাতেনাতে ধরে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ও বাঘারপাড়া থানার এসআই পলাশ ঘটনাস্থলে যেয়ে ইমরানকে তল্লাশী করে চুরির মোবাইল ফোন, গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এসময় নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য সেবন ও বহনের অপরাধে ৩৬(১) ও ৪২(২) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান,‘ইমরানের স্বীকারোক্তি এবং মাদক বহন ও সেবনের যথেষ্ট প্রমান থাকায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় আদালত আরো বলেন, পরিবার এবং প্রতিবেশীরাও তার উপর অতিষ্ট ছিলো’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়