শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে আইস ও ইয়াবাসহ নৌকা জব্দ, আটক-৬

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

গত ১৫ জানুয়ারি বুধবার দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আশিকুর রহমান।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার নুর হবিরের ছেলে মো. ফয়সাল(২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনির ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া উপজেলার কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার গভীর রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়।

তিনি আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়