শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: উন্নত বিশ্বের মত ফরিদপুরেও চালু হয়েছে হলিডে মার্কেট। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে উক্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এছাড়া প্রতি শুক্রবারে নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এ মেলায় অংশগ্রহণ করেছে ২৩ টি স্টল। এ সমস্ত স্টল মালিকেরা অনলাইনের মাধ্যমে তাদের তৈরি পণ্য সামগ্রী ক্রেতাদের মধ্যে বিক্রি করে পারবেন।

পন্যের মধ্যে রয়েছে- ফুলের সামগ্রী, বিভিন্ন ধরনের শো পিস কাপড়ের সামগ্রী, আচার, কসমেটিক্স, পিঠা, জুয়েলারি সামগ্রী ইত্যাদি। এছাড়া রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।

চারটি অনলাইন প্রতিষ্ঠান এই মেলার দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো নিজের বলার মত গল্প ফাউন্ডেশন, ওয়ারকাহালিক ফরিদপুর, ফরিদপুর উদ্যোক্তা মেলা ও ফুড লাভার। ফরিদপুর পৌরসভার সহযোগিতায় উক্ত স্থানে প্রতি শুক্রবার এই মেলা বসবে।

মেলার আয়োজকরা জানান, প্রতি শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মার্কেট বন্ধ থাকার কারণে যাতে ক্রেতা সাধারণ এখান থেকেই তাদের পণ্যটি সংগ্রহ করতে পারেন এজন্যই এই মেলার আয়োজন। এই মেলায় অনেক উদ্যোক্তা আগামী দিনে আরো ভালো করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই সাথে নতুন নতুন পণ্যের অর্ডার পাবেন এবং সে গুলি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলেও প্রত্যাশা করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়