শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় পুলিশের কনষ্টেবল পদে নিয়োগ পেলেন ৫২ চাকুরীপ্রার্থী 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশের কনষ্টেবল পদে ৫২ জন চাকুরীপ্রার্থী নিয়োগ পেয়েছে। জেলা পুলিশ লাইন্সে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য নিয়োগ পাওয়া প্রার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত নবীন সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। গত ২২ নভেম্বর ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠতি হয়।

এ সময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিতো তাহলে আজ তাদের সন্তানেরা বাংলাদেশ পুলিশের মত গর্বিত বাহিনীতে চাকরি করার সুযোগ পেত না। এ সময় তারা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে তাদের সন্তানদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় এবং ভোলা জেলার পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় ভোলা জেলা হতে কন্সস্টেবল পদে সদ্য নির্বাচিত নবীন সদস্যগণ তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো গর্বিত বাহিনীতে তারা সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, যা তাদের পরিশ্রমের ফসল। এ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সফল ও ফলপ্রসু করার পেছনের কারিগর ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মোঃ শরীফুল হক চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এসময় নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ হেডকোয়ার্টার্স ও ভোলা জেলার সকল পুলিশ সদস্যবৃন্দসহ মাননীয় আইজিপি ও বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা পকাশ করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়