শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৯:৫১ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সৎ মাকে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার হোমনায় খাবার খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় ঝগড়া বাধিয়ে সৎ মা সেনোয়ারা বেগমকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে মোফাজ্জল হোসেন বেনুর বিরুদ্ধে। নিহত সৎ মায়ের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের আরেক সৎ পুত্রবধূ হোসনে আরা বেগম বাদি হয়ে ওই দিন রাতে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। নিহত সানোয়ারা বেগম শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। 

গতকাল শুক্রবার অভিযুক্ত আসামী সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে বিয়ে করেন। 

সানোয়ারা বেগমের ঘরে কোনো সন্তানাদি ছিল না। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নিহত সানোয়ারা বেগম সৎ মা হওয়ায় প্রায়ই তাকে গালমন্দ করতেন মোফাজ্জল হোসেন।

বৃহস্পতিবার বিকেলে খাবার খেতে গিয়ে সৎ মায়ের সঙ্গে ঝগড়া বাধে। এক পর্যায়ে মাকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাাত্মক আহত করেন। তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সানোয়ারা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।

সেখানে থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে রাত সাড়ে দশটার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহত সানোয়ারা বেগমের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা হয়েছে। আসামী সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়