শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:২৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কিচেন মার্কেট

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরশহরের চক বাজারে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক মাল্টিপারপাস (কিচেন) মার্কেট। এ মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত দোকান না থাকায় এখানকার কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এতে বিপাকে পড়েছেন ক্রেতা  বিক্রেতারা। ২০১৯ সালের ১৯ মে দৌলতখান বাজার কিচেন মার্কেট নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেওয়া হয়। ২০২০ সালের ২০ নভেম্বর  মার্কেটটির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দোতালা এ মার্কেট নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আড়াই হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় রয়েছে মুরগি ও রকমারি দোকানের ব্যবস্থা।

দৌলতখান বাজারের মাছ ব্যবসায়ী-শুক্কুর আলী জানান, দোকানের অভাবে তারা খোলা আকাশের নিচে মাছ বিক্রি করছেন। সবজি ব্যবসায়ী ছিদ্দিক বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করছেন।  জায়গার অভাবে তারা বেশি মালামাল রাখতে পারছেন না। মুরগি ব্যবসায়ী  আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন হলেও ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দ  দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

একারণে ব্যবসায়ী রাস্তার পাশে হাঁস- মরগি বিক্রি করছে । দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর বলেন, দীর্ঘদিন ধরে মাছ ও সবজির বাজার স্থানান্তর করা হচ্ছে না। দোকান বরাদ্দ না পেয়ে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করছে। এতে কেতা বিক্রেতা উভয়েরই কষ্ট হচ্ছে। দৌলতখান পৌরসভার প্রশাসক ও  দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রাণী  কৈরী বলেন, কিচেন মার্কেট কেন চালু হয়নি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়