শিরোনাম
◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:১৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার করা আইনেই আগামী তিনটি গণহত্যার বিচার করা হবে : জামায়াত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর মো. আব্দুত তাওয়াব বলেছেন, 'বড় বড় স্বৈরশাসকের ইতিহাস পড়েছি। কিন্তু শেখ হাসিনার মতো একজন নারী, একজন মা যে এইরকম স্বৈরশাসক ও নরপিশাচ হয়, তা জানা ছিল না। যে তার দেশের একজন সন্তানকে নির্মভাবে হত্যা করে তারপর রক্তমাখা হাতে নানা অঙ্গভঙ্গিতে চলতে থাকে। এমন এক ভয়ঙ্কর স্বৈরশাসক দীর্ঘ ১৮ টি বছর আমাদের দেশ শাসন করেছেন। তিনি আসলে ছিলেন মানবতার দুশমন। তার কাছে কেউ নিরাপদ ছিল না।'

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে স্থানীয় জামায়াত আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেই আইনে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই আইনেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান সরকার নতুন কোন আইন করা লাগে নাই। শেখ হাসিনার করা আইনেই আগামী তিনটি গণহত্যার বিচার করা হবে। তা হলো, পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মী ও দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পরে সারাদেশে ২০০ লোককে গুলি করে হত্যা। এসব গণহত্যার বিচার শেখ হাসিনার গঠন করা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই হবে। 

জামায়াত নেতা আব্দুত বলেন, শেখ হাসিনা বিচার করেছে স্বাক্ষ্য প্রমাণ ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে। ওই একই ট্রাইব্যুনালে এখন সত্য-সঠিক তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা ও তার দোসদের বিচার করা হবে। যা পৃথিবীর সবাই জানবে। আশা করি, শেখ হাসিনার ফাঁসি হবে। কারণ দেশের শিশুরাও এই খুনি হাসিনার ফাঁসি চায়।

সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আজিজুর রহমানের সঞ্চলনায় গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েব আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, বায়তুল মাল সেক্রেটারি মো. ফারুক হোসেন, অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান, জেলা মজলিসে শুরা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতের সুরা সদস্য মো. সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. সোহরাব হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মো. ওবায়দুল্লাহ প্রমুখ। 

এছাড় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়