শিরোনাম
◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার কথা বলে দালালরা ইনানী সৈকতে ফেলে গেল !

আটক রোহিঙ্গারা কোস্টগার্ড স্টেশনে হেফাজতে রয়েছে

কক্সবাজার প্রতিনিধি : মাছ ধরার ট্রলারে শতাধিক রোহিঙ্গাকে বঙ্গোপসাগরে ১০ দিন ঘুরিয়ে মালেয়শিয়া পৌছেঁছে জানিয়ে কক্সবাজারের ইনানী সৈকতে নামিয়ে পালিয়ে গেছে একটি দালাল চক্র। সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ জন রোহিঙ্গাকে আটক করার পর এ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিক প্রায় শতাধিক রোহিঙ্গাকে সৈকতের বালিয়াড়ি পেরিয়ে তারা লোকালয়ে ঢুকতে দেখে। ওই সময় কোস্টগার্ডকে খবর দেয় স্থানীয়রা। কিন্তু তাৎক্ষণিক কোন কার্যক্রম পরিচালনা করা হয়নি। এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায়।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ইনানী সৈকতে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে কোস্টগার্ড স্টেশনে হেফাজতে রয়েছে।

আটক রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) বলেন, ‘আমরা মালেয়শিয়া যেতে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাধা দেয়। এ সময় মাঝি বোট ঘুরিয়ে এদিকে চলে আসে এবং আমরা সাগরে ১০ দিন ছিলাম। পরে মালয়েশিয়া চলে এসেছি বলে আমাদের এখানে নামিয়ে দেয় দালালরা।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, দালালদের চিহ্নিত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়