শিরোনাম
◈ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে  নিউজিল্যান্ড ◈ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ ◈ মিয়ানমার সঙ্কট বিপর্যয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি ◈ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান ◈ ফের পাল্টাপাল্টি বহিষ্কারে ভারত কানাডা : কানাডা-ভারত ফের উত্তেজনা ◈ রায়হান রাফী যা বললেন জয়কে বাদ দেওয়ার বিষয়ে ◈ ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫ ◈ তাসমিন দোজা বিমানের প্রথম নারী পরিচালক ◈ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার ◈ (১৫ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের দাম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেফতার ৪

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুর রহমান নামে এক শ্রমিক নিহতের ঘটনায় সোহেল মিয়া নামে এক ইউপি মেম্বার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেফতাকৃতরা হলেন, জিনারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহেল মিয়া (৪২), ভ্যাগের পাড়া গ্রামের হাবিবুল্লার ছেলে বিজয় মিয়া (২৬), খানেপুর গ্রামের বকুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৮) ও দড়িহাওলা পাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন রাকিব (৩১)।

পলাশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত ২০ জুলাই জেলার পাঁচদোনা মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘর্ষে আব্দুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে গত ৫ সেপ্টেম্বর নিহতের স্বজন বাদি হয়ে মাধবদী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামীর তালিকায় তাদের গ্রেফতার করে মাধবদী থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়