শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কে গাজীপুরের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা (ভিডিও)

চাকরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় শ্রমিকরা চাকরিসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

মহাসড়ক অবরোধ করে রাখার কারণে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধাররণ মানুষ।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর জেলার প্রায় বেশিরভাগ কারখানার সামনে লেখা রয়েছে শ্রমিক নিয়োগ বন্ধ আছে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করে। তবে কর্তৃপক্ষ তারা সামনের শ্রমিক নিয়োগ বন্ধ ঘোষণা লিখে রাখলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন। পুরুষ শ্রমিকরা চাকরিতে যোগদান করার পর অযথা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে এমন অভিযোগে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না।

যার কারণে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কারখানার ফটকের সামনে বিক্ষোভ করে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে বাধ্য হয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা থেকে ভোগরা পর্যন্ত সবগুলি কারখানা ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। কারখানা ছুটি দেওয়ার পর অনেক শ্রমিকরা বাড়ি চলে গেলেও কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। 

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশনসহ গাজীপুরে দশটি কারখানায় ছুটি দেওয়ার খবর পাওয়া গেছে।

শ্রমিক আলিম হোসেন বলেন, আশপাশের যে কারখানায় যাবেন দেখবেন সামনে লেখা আছে লোক নিয়োগ বন্ধ আছে। অথচ তারা গোপনে লোক নিয়োগ দিচ্ছে। গত চার মাস যাবত চাকরি ছাড়া বেকার অবস্থায় রয়েছি। বিভিন্ন পোশাক কারখানায় চাকরির জন্য গেলে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছে না। অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে আসছি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল থেকে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর পেয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়