শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার অকর্তাকে অপসারণ করে সেই পদগুলোতে নাসিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে মঙ্গলবার প্রতিকী কর্মবিরতি পালন করেছেন নার্সরা।


২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চত্বরে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে নার্সিং সেবা বন্ধ রাখা হয়। তবে জরুরি বিবেচনায় তারা নার্সিং সেবা প্রদান করেন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ এর ব্যানারে আয়োজিত কর্মবিরতিকালে বক্তব্য দেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলার আহ্বায়ক মমোতাজ বেগম, সহকারী পাবলিক হেলথ নার্স মো. মাসুম বিল্লাহ, নার্সিং সুপার ভাইজার মো. আজিম উদ্দি ও নার্সিং সুপার ভাইজার আয়েশা খাতুন হাসিসহ অন্যরা। বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। ২ অক্টোবর বুধবারও এই কর্মসূচি একই সময়ে পালন করা হবে বলে জানান তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়