শিরোনাম
◈ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে  নিউজিল্যান্ড ◈ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ ◈ মিয়ানমার সঙ্কট বিপর্যয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি ◈ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান ◈ ফের পাল্টাপাল্টি বহিষ্কারে ভারত কানাডা : কানাডা-ভারত ফের উত্তেজনা ◈ রায়হান রাফী যা বললেন জয়কে বাদ দেওয়ার বিষয়ে ◈ ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫ ◈ তাসমিন দোজা বিমানের প্রথম নারী পরিচালক ◈ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার ◈ (১৫ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের দাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার অকর্তাকে অপসারণ করে সেই পদগুলোতে নাসিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে মঙ্গলবার প্রতিকী কর্মবিরতি পালন করেছেন নার্সরা।


২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চত্বরে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে নার্সিং সেবা বন্ধ রাখা হয়। তবে জরুরি বিবেচনায় তারা নার্সিং সেবা প্রদান করেন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ এর ব্যানারে আয়োজিত কর্মবিরতিকালে বক্তব্য দেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলার আহ্বায়ক মমোতাজ বেগম, সহকারী পাবলিক হেলথ নার্স মো. মাসুম বিল্লাহ, নার্সিং সুপার ভাইজার মো. আজিম উদ্দি ও নার্সিং সুপার ভাইজার আয়েশা খাতুন হাসিসহ অন্যরা। বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। ২ অক্টোবর বুধবারও এই কর্মসূচি একই সময়ে পালন করা হবে বলে জানান তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়