শিরোনাম
◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম ◈ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল ◈ ফিলিস্তিনের সমর্থনে গ্যালারিতে ব্যানার নেয়ায় শাস্তির মুখে পড়তে পারে পিএসজি ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরে বহুতল ভবন থেকে পতিতাসহ ৮ জন গ্রেফতার ◈ ট্রাম্পের জয়ে কেমন হবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, যা বললেন বিশেষজ্ঞরা ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধি দলের সাক্ষাৎ ◈ টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝোলালো বিক্ষুব্ধ গ্রাহকরা!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নার্সদের কর্মবিরতি, রোগীদের ‍দুর্ভোগ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নার্সিং ইনস্টিটিউটের ডিজিসহ সকল ক্যাডারদের প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ৯টি উপজেলায় চিকিৎসাসেবা বন্ধ করে নার্সদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি এবং  বুধবারও চিকিৎসাসেবা বন্ধ করে দুপুর ২টা পর্যন্ত চলবে কর্মবিরতি। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হচ্ছে।  

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এ কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে।   

এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদে নোয়াখালীর আহবায়ক আবদুল্লা ফারুক, ফারজানা বেগম শিমু, , মোঃ মাসুদ পারভেজ, জাকের হোসেন, নারগিস আক্তার, শিরিন আক্তার, সেলিনা আক্তার, জোবেদা উম্মে সালমা, নাসরিন বেগম ও সেতারা বেগমসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।  এদিকে জেলার ৯টি উপজেলায় চিকিৎসাসেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়