শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক ৩

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের রাউজানে আপন বড় ভাই সোনা মিয়ার হাতে ছোট ভাই সোহাগ খুন হওয়ার ঘটনার মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত সোহাগের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।

[৩] গত ১৫ মে বুধবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামের মমতাজ মিয়া সওদাগর প্রকাশ নানা মমতাজের বাড়িতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনাটি ঘটে। 

[৪] নিহত সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানার আক্তার বলেন, আমার স্বামীকে সোনা মিয়া ও স্ত্রী-ছেলেরা আমার চোখের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। আমি আমার দুই ছেলে এক মেয়েকে নিয়ে কিভাবে থাকব।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সোনা মিয়া সঙ্গে পৈত্রিক জায়গা-সম্পত্তির নিয়ে বিরোধ চলছিলো। এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-১৩৬/২৩ (রাউজান) বিচারাধীন রয়েছে। গত ১৫ মে বুধবার আদালতে মামলাটির শুনানি শেষে বাড়ি ফিরে সোনা মিয়ার পরিবার সোহাগ সন্দেহ করে গালাগালি করতে থাকে। একপর্যায়ে দুই ভাইয়ের পরিবারের মধ্য ঝগড়া লাগে। এসময় বড় ভাই সোনা মিয়া, তার স্ত্রী ও ছেলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সোহাগকে আঘাত করতে থাকে। 

[৬] সোহাগ বাঁচার জন্য পার্শ্বে সৎ ভাই সাহেদ এর ঘরে দৌড়ে পালিয়ে যায়। তখন তাঁর সাহেদ এর ঘরে ঢুকে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সোহাগের ঘাড়ে ও বাহুতে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

[৭] রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল জানান, বৃহস্পতিবার বিকালে এই ঘটনায় মামলা দায়ের করেন নিহত স্ত্রী গুলিয়ানার আক্তার। এই মামলা নিহতের বড় ভাই সোনা মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার, তার দুই ছেলে মো. তারেক আটক করার পর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়