শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইজিবাইক চুরির মামলা 

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ তিন জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় ব্যাটারী চালিত ইজিবাইক চুরির মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার ১ নাম্বার আসামি মো. লেবু মিয়া (৩১) ও ২ নাম্বার আসামি সবুজ মিয়াকে (২২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

[৩] ওই মামলায় মো. মারুফকে (মারুর হাসান) তিন নাম্বার আসামি করা হয়েছে। তিনি উপজেলার হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের মো. জহুরুল হকের ছেলে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মারুফ।

[৪] উপজেলার টগারচর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গত ১৭ এপ্রিল মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন।

[৫] মোবাইল ফোনে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ওই মামলায় উদ্দেশ্যপ্রনোদিত আসামি করা হয়েছে। 

[৬] এ ব্যাপারে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার চাচা মারা গেছেন। পারিবারিক ভাবে আমরা এখন শোকাহত। 

[৭] তবে খোঁজখবর নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

[৮] মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহামেদ বলেন, অটোরিকশা চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মারুফ। তিনি হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি না সেটা আমি জানি না। বাদী মামলায় আসামি করেছে। আমরা এখন তদন্ত করে দেখছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়