আদনান হোসেন, ধামরাই: [২] ঢাকার ধামরাইয়ে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড এর পোশাক কারখানার শ্রমিকরা।
[৩] বুধবার (৩ এপ্রিল) সকালের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় ওই কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
[৪] শ্রমিকদের অভিযোগ, ঈদের বোনাস দেওয়ার একদিন আগে বুধবার কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ জন্য কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে তারা বিক্ষোভ করেন।
[৫] শ্রমিকরা জানান, মঙ্গলবার তারা কাজ করেন। সেদিন স্টাফদের বেতন দেওয়ার কথা হলেও তা না দেওয়ায় স্টাফরা অফিসের ভেতরে কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা নিজেদের কাজ শেষে চলে যায়। বুধবার সকালে তারা কাজে গেলে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। শ্রমিকদের জানানো হয়, বুধবার কারখানা বন্ধ। খুলবে বৃহস্পতিবার, যেদিন ঈদ বোনাস দেওয়ার কথা রয়েছে। তবে এর একদিন আগে ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করায় শ্রমিকরা জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ করে তারা।
[৬] এক শ্রমিক বলেন, মঙ্গলবার স্টাফদের বেতন দেওয়ার কথা ছিল, তা দেয়নি। বুধবার শ্রমিকরা কারখানায় গেলে তাদের প্রবেশ করতে দেয়নি।
[৭] এ বিষয়ে ওডিসি ক্রাফট লিমিটেডের এইচআর অ্যাডমিন ম্যানেজার নুরুল ইসলামকে কল দেওয়া হলেও তিনি সাংবাদিকদের বলেন, আজকে ফ্যাক্টরি বন্ধ ছিল। তারপরও শ্রমিকরা বেতন ভাতার দাবিতে উত্তেজিত হয়ে কারখানায় প্রবেশ করে তখন তাদের পুলিশ দিয়ে থামানো হয়েছে।
[৮] আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারি পুলিশ সুপার রাশেদুল বারি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু বেতন দিতে পারে নাই কর্তৃপক্ষ। এজন্য মালিকপক্ষ আজকের জন্য কারখানা বন্ধ রেখেছে। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে হামলা করে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। বর্তমানে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আছি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :