মোস্তাফিজুর রহমান: তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাপেক্স এর ডেপুটি ম্যানেজার মোঃ আখলাখ হোসেন (৩০) নিহত হয়েছেন। নিহতের বাসা মিরপুরে।
শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
সত্যতা নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ আলী।
তিনি বলেন, নিহত আখলাখ হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।