শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে পুলিশের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থীকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও পাল্টা হামলা চালান। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকেন।

দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা রাজি না হওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, ‘আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোববার এক ঘটনায় বিরোধে জড়ায়। সেই ঘটনার জের ধরে আজও তারা মুখোমুখি হয়। পুলিশ সরিয়ে দিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়