শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২জন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল ও ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হন তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ১ মোঃ নাগর হোসেন (৩২)।পিতা মৃত মাহতাব হোসেন। গ্রামঃ সেনেরহুদা।ডাকঃউথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।২ মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা।গ্রামঃসেনেরহুদা।ডাকঃ উথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেখান থেকে গোপন সুত্রে জানা যায় এই ফেনসিডিল টুংগিবাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার মাল বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময়। অপর একটি  সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য।খরব লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়