শিরোনাম
◈ সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ! (ভিডিও) ◈ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ◈ ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের, অবস্থান স্পষ্ট করল বিএনপি-জামায়াতসহ অন্যরা ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের সময় ছিল ৫৯০ শিক্ষার্থী ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল ◈ যেই দ্বীপে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব! সৌন্দর্যের পাশাপাশি পাসপোর্টে মিলছে বৈশ্বিক সুবিধা ◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২জন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল ও ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হন তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ১ মোঃ নাগর হোসেন (৩২)।পিতা মৃত মাহতাব হোসেন। গ্রামঃ সেনেরহুদা।ডাকঃউথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।২ মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা।গ্রামঃসেনেরহুদা।ডাকঃ উথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেখান থেকে গোপন সুত্রে জানা যায় এই ফেনসিডিল টুংগিবাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার মাল বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময়। অপর একটি  সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য।খরব লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়