শিরোনাম
◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাপুর রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার টংগী ও উত্তরার সংযোগ স্থল আব্দুল্লাহপুরে সড়কের বেহাল দশা। ঈদে ঘর মুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়  রাস্তাটা।খাদা খন্দকে ভরা রাস্তাটা সামান্য বৃষ্টি হলেই মৃত্যু কুপে পরিণত হয়। আর প্রায় সময়ই রাস্তাটার মধ্যে যানজট লেগেই থাকে।

কারণ হিসেবে দেখা যায় যত্রতত্র পানি জমে থাকার কারণে গাড়িগুলো ভালো রাস্তা খুঁজতে গিয়ে সারিবদ্ধভাবে ধীরগতি অবলম্বন করেন। পায়ে হাঁটা পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কেননা গাড়ির চাকার সাথে ময়লা পানি গুলো ছিটকে সে জামা কাপড় নষ্ট করেন।

রহিম মিয়া নামের একজন পথচারী বলেন টঙ্গী বাজার এসেছিলাম বাজার করতে হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ি গর্তের ভিতর পড়ে এমনভাবে পানি ছিটিয়ে দিলেন রীতিমতো গোসল করার দশা। এছাড়াও কথা হয় ময়মনসিংহ থেকে আগত আলম এশিয়ার একজন সাথে তিনি বলেন কি করব ভাই সামনে কিছুই দেখতে পাচ্ছি না উঁচু নিচু না সমান্তরাল রাস্তা কিছুই বুঝার উপায় নেই।

অপরদিকে ট্রাফিক পুলিশ দিচ্ছেন তাড়া তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। রূপায়ণ তোর না দেখে চোখ বন্ধ করে শুধু গাড়ি টানছি।গাড়িতে বসা অনেক যাত্রী বলেন সামান্য এইটুকু রাস্তা মেরামত করে দিলে কি এমন সমস্যা হয়। এ বিষয়ে সড়কের জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

কারণ তার মুঠোফোন কল করেও ওই প্রান্ত থেকে কেউ হ্যালোই বলেননি। আব্দুল্লাহপুরের ট্রাফিক বক্স থেকে নাম প্রকাশে অনিচ্ছু একজন টিয়াই বলেন সড়কের জনপদ বিভাগ যদি এই সামান্য রাস্তা টুকু মেরামত করে দিতেন তাহলে যানজট অনেকটাই কমে যেত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়