শিরোনাম
◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং ◈ দেশের চামড়াশিল্প নিয়ে আমরা অপরাধ করেছি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় ৫৬ লক্ষ টাকার চোরাচালান পন্য উদ্ধার, আটক ২

হাসমত আলী, দামুড়হুদা(  চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দামুড়হুদা, দর্শনা থানার ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকায় অভিযান চালিয় ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা,সন্সিডিল,হেরোইন,ভায়াগ্রা ট্যাবলেট,চায়না দুয়ারীজালসহ বিভিন মালামাল মিলিয়ে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার চারাচালানপণ্য জব্দ করেছে। 

২৩ জুলায় থেকে ৩০ জুলাই এরমধ্য এসব মালামাল জব্দ করা হয়।এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, আজ বুধবার (৩০জুলাই) দুপুর তিন টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৩ জুলাই থেকে আজ ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চারাচালানবিরাধী অভিযান চালিয়ে ১০.কেজি ৮৩৪গ্রাম ভারতীয় দানাদার রুপা,১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী,২টি মাবাইলফান এবং আরও অন্যান্য চারাচালানপণ্য জব্দ করা হয়। এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গার দামুড়হুদা,দর্শনা থানা এলাকা ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মুল্য ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়