শিরোনাম
◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সরকারের এক্সিট প্ল্যান, না বিএনপির ‘বিস্কুট দৌড়’? ◈ বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের ঢেউয়ের তীব্রতা বেড়েছে এবং উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তীব্র ঢেউয়ে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। আকাশ ঘন মেঘে ঢেকে আছে, আর সকাল থেকে থেমে থেমে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। এ অবস্থায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলারগুলোকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাঝি শাহাবুদ্দিন জানান, “পরশুদিন সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু উত্তাল আবহাওয়ার কারণে ভোররাতে ঘাটে ফিরে আসতে হয়েছে। প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ডিজেল, গ্যাস ও বাজারসামগ্রী নিয়ে যেয়ে মাত্র ৮০ হাজার টাকার মাছ বিক্রি করতে পেরেছি।”

জেলে খবির বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে এখনো ভালোভাবে ২ দিনের বেশি ফিশিং করতে পারিনি। আবহাওয়া বারবার খারাপ হয়ে যায়, বারবার লোকসান গুনতে হচ্ছে।”

আরেক মাঝি কাদের বলেন, “লাম্বা জালে এ বছর কিছু মাছ ধরা পড়েছে, কিন্তু ছান্দি জালে তেমন কিছু হয়নি। বাজার সদায় করে সমুদ্রে গেলেও বৈরী আবহাওয়ায় ঘাটে ফিরে আসতে হয়। বিগত বছরের তুলনায় এবার বারবার আবহাওয়া খারাপ হচ্ছে।”

আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী জানান, “গতকাল রাত থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। অধিকাংশ মাছ ধরার ট্রলার ইতোমধ্যে তীরে ফিরে এসেছে। যে ২/১টি ট্রলার এখনো সমুদ্রে রয়েছে, সেগুলোও বিকেলের মধ্যে ঘাটে ফিরে আসবে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। তাই সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়