মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তাঁর মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু বড়লেখা পৌর শহরের পূবালী ব্যাংক থেকে তাঁর মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।
পরে ছিনতাইকারীরা খসরু ও তাঁর মেয়ের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন এবং একটি আঙটি ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীর ভাতিজা রেদওয়ান আহমদ বলেন, "চাচা ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা মোটরসাইকেল থামিয়ে দা দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।"
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”