শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মোঃরফিকুল ইসলাম মিঠু  ঢাকা: সাভারের আশুলিয়ায় কারখানার ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তফা (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার রেডিয়েন্স পোশাক কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়