শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটের নকশায় নিরাপদ ই-রিকশার পাইলটিং শুরু আজ, সড়কে নামছে তিন চাকার আধুনিক যান

বুয়েটের নকশায় তৈরি নিরাপদ তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চালুর লক্ষ্যে পাইলটিং কর্মসূচি শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। আজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগরে (আড্ডার মোড় থেকে সামান্য সামনে জি ব্লক মেইন রোড) এই পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

অন্য দিকে একই দিনে ঢাকার আরেক প্রান্তে বেলা ১১টায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হবে গণপূর্ত অধিদপ্তরের সরকারি স্কুল কলোনি, ঝিগাতলা, ধানমন্ডিতে। সেখানেও একই অতিথিরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়