শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২, ০৪:১৪ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২২, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে

কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী

কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী/ ছবি: আমাদের সময়.কম

আখিরুজ্জামান সোহান: সারাবছর কর্মচঞ্চলতায় মুখর থাকলেও বছরের দুই ঈদে নতুন রূপে দেখা যায় রাজধানী ঢাকাকে। মানুষের ভীড়ে চিরেচ্যাপ্টা হয়ে যাওয়া শহরটা বুক ভরে শ্বাস নেওয়ার সময় পায় এই সময়টাতেই। তবে সেটির স্থায়িত্ব হয় হাতেগোনা মাত্র কয়েকদিন। এবারও তার ব্যতিক্রম হয়নি, ঈদ উদযাপনে শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। ছুটি শেষে কর্মজীবী ও চাকরিজীবীরা ফিরতে থাকায় রাজধানী ফিরে পাচ্ছে তার পুরনো রূপ।

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসে যাত্রীদের সংখ্যা কিছুটা বেড়েছে। এছাড়া, রাজধানীতে চলাচল করা গণপরিবহনের সংখ্যাও বেড়েছে।

ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ সিফাত রংপুর থেকে রওনা দেয় বৃহস্পতিবার সকাল ১০ টায়, গাবতলীতে পৌঁছায় সন্ধ্যা ৬ টায়। সিফাত আমাদের সময়.কমকে বলেন, রাস্তায় বলার মতো সেরকম জ্যাম নাই, তবে রাস্তা সংস্কারের কাজের জন্য গাইবান্ধা, বগুড়াসহ সিরাজগঞ্জের কয়েকটি পয়েন্টে বাসের গতি কিছুটা মন্থর ছিল। 

তিনি আরো  জানান, যানজটের ভোগান্তি না থাকলেও রাস্তার ধুলা-বালিতে অতিষ্ট হয়ে গিয়েছি। বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ।

এদিকে বাসে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও সড়কে মানুষের উপস্থিতি গত দুই দিনের তুলনায় বেড়েছে। শুক্রবার ও শনিবার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিন ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল বেড়েছে। বড় বড় মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকলেও এরই মধ্যে অনেক দোকানপাট খুলেছে। তবে লোকজনের আনাগোনা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন দোকানদার ও কর্মীরা।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহনকর্মীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসে যাত্রীদের চাপ বেড়েছে। তবে পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়কপথে অনেকে ঢাকায় ফেরায় লঞ্চের যাত্রী কমেছে। গতদিনের চেয়ে যাত্রীদের উপস্থিতি বাড়ার কথা জানিয়ে লঞ্চকর্মীরা বলছেন, যাত্রী সংখ্যা শুক্র-শনিবার আরও বাড়বে। নারী-শিশু ও বয়স্ক যাত্রীদের সংখ্যাটা বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়