শিরোনাম
◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের নেতা গ্রেফতার, তেজগাঁও সাতরাস্তা অবরোধ

মাসুদ আলম: বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও সাতরাস্তা তিব্বত অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অবরোধ শুরু করেন তারা। এসময় তারা টায়ার জ্বালিয়ে, ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করেছেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন। ডাইভারসন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ।

ট্রাফিক তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারি কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগ পন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ তাকে বিকেলে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মূলতঃ মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। আমিসহ সিনিয়র স্যাররা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়