শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ

মোঃরফিকুল ইসলাম মিঠু :  রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।  নাইন এমএম তারাশ পিস্তলটি ছাড়াও একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন ড্রেন থেকে নাইন এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশেরই। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে ওসি হাবিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা কিছু বলা সম্ভব নয়। ধারনা করা হচ্ছে ৫ তারিখেই কেউ অস্ত্রটি লুটে নিয়ে ছিল। অবস্থা বেগতিক দেখে নালায় ফেলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ বলেন সঠিকভাবে পরীক্ষা করলে বেরিয়ে আসতে পারে হাতের ছাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়