রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের তালিবান সরকার হেলমান্দ নদীতে কামাল খান বাধের মুখ খুলে দেওয়ার পর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইরান। পারসটুডে
[৩] সিস্তান বালুচিস্তান প্রদেশের গভর্নর হোসেইন মোদাররেস খিয়াবানি জানিয়েছেন, দুই থেকে তিন দিনের মধ্যে কামাল খান বাঁধের পানি ইরানের ভূখণ্ডে পৌঁছাবে।
[৪] সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করেন এবং সে সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়।
[৬] ইরান এবং আফগানিস্তানের মধ্যে চুক্তির আওতায় ইরান প্রতিবছর ৮০ কোটি ঘনমিটার পানি পাওয়ার কথা থাকলেও দেশটিতে মার্কিন দখলদারিত্বের পর দেশটির নতজানু সরকারগুলো ওয়াশিংটনের ষড়যন্ত্রে ইরানের ন্যায্য হিস্যা দিতে অস্বীকৃতি জানায় এবং কামাল খান বাধের মুখ বন্ধ করে দেয়।